আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:০২
বাগেরহাট:- বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া গ্রামে চুরি করতে এসে ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ওই গৃহবধূকে ধর্ষণের পর লুটে নেয়া হয়েছে নগদ টাকাসহ স্বর্ণালংকার। এ ঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গৃহবধূর স্বামী সাংবাদিকদের বলেন, আমি একটি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করি। সোমবার রাতে আমার নাইট ডিউটি ছিল। আমার ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমি জড়িতদের ফাঁসি চাই।
নির্যাতিতা ওই নারী বলেন, সিটকানি খুলে রুবেল মল্ল্লিক ঘরে প্রবেশ করে আমার মেয়ের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ঘরে থাকা নগদ ৪৭ হাজার টাকা, ২ জোড়া সোনার দুল ও একটি সোনার চেন নিয়ে যায়। আমি এর সঠিক বিচার চাই। বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান বলেন, ওই গৃহবধূর স্বামী একটি ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসেবে কর্মরত রয়েছে। ঘটনার দিন গত সোমবার রাতে নাইট ডিউটি থাকায় তিনি বাড়িতে ছিলেন না। এ সময় বাড়িতে তার স্ত্রী ৩ বছরের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে চোরেরা পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে সন্তান হত্যার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষকেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগদ ৪৭ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ধর্ষিতা গৃহবধূ। এ ঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |