আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৪
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ ইউরোপে কর্মরত সাংবাদিকদের পরিবার নামে পরিচিত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব বা আয়েবাপিসির ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । গত ৫ ই ডিসেম্বর অনলাইনে ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে ২০২১-২৩ সময়কালের জন্য এ পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে জার্মান প্রবাসী হাবিবুর রহমান হেলাল ও ইতালি প্রবাসী এসকে এমডি জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক পূর্বেই নির্বাচিত করা হয়। পূর্নাঙ্গ কমিটিতে যারা স্হান পেয়েছেন তারা হলেন , সিনিয়র সহ-সভাপতি : এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স ) সহ-সভাপতি : সেলিম উদ্দিন ( যুক্তরাজ্য) সহ-সভাপতি : জাহিদ আলম মাসুদ (যুক্তরাজ্য) সহ-সভাপতি নাঈম হাসান পাভেল ( যুক্তরাজ্য) সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ( ইতালি ), সহ-সভাপতি: শাহীন খলিল কাউসার (ইতালি) সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান খান সোহেল ( ইতালি ) সাধারণ সম্পাদক : এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন (ইতালি) যুগ্ন সাধারণ সম্পাদক সাবুল আহমেদ ( ফ্রান্স ) যুগ্ন সাধারণ সম্পাদক : জহুরুল ইসলাম মুন (পর্তুগাল ),যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার (স্পেন) , কোষাধ্যক্ষ :মনির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক : ফখরুদ্দীন রাজি ( স্পেন )সাংগঠনিক সম্পাদক : শাহ মোহাম্মদ তানভীর আহমদ- (পর্তুগাল )সাংগঠনিক সম্পাদক : ইসমাইল হোসেন স্বপন (ইতালি) সাংগঠনিক সম্পাদক : শাহ সোহেল আহমেদ (ফ্রান্স) ,সাংগঠনিক সম্পাদক : কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রীস),সাংগঠনিক সম্পাদক : সজিব আহমেদ (মাল্টা) দপ্তর সম্পাদক: আল-আমিন হোসেন (ইতালি)প্রচার সম্পাদক : নুরুল আলম জনি (ইতালি) ,তথ্য বিষয়ক সম্পাদক : সামসুজ্জামান উদয়-(জার্মানী )সাংস্কৃতিক সম্পাদক : মোহাম্মদ উল্লাহ সোহেল -(ইতালি )সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: কাজী মাহফুজ রানা ( ইতালি) ক্রীড়া বিষয়ক সম্পাদক : মনিরুজ্জামান টিটু (স্পেন )আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ খন্দকার মেভিজ পরমা (গ্রীস) অভিবাসন বিষয়ক সম্পাদক: শাহ ইমরুল হাসান (গ্রীস) সমাজসেবা বিষয়ক সম্পাদক : আবদুল গাফফার আমান( সুইজারল্যান্ড) ধর্ম বিষয়ক সম্পাদক: কবির আহমেদ – অস্ট্রিয়া। এবং আজীবনসদস্য করা হয় মনিরুজ্জামান মনির – ইতালি কে । সদস্য মাহবুবুর রহমান – অস্ট্রিয়া, কমরেড খোন্দকার – ইতালি, জহিরুল ইসলাম – গ্রীস, ফয়জুল হক রানা – স্পেন, মোহাম্মদ তাহির হোসেন – পর্তুগাল, মাইদুল ইসলাম খান অস্ট্রিয়া, নাজনীন আখতার – ইতালি উপদেষ্টা মন্ডলী : প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান-অস্ট্রিয়া, উপদেষ্টা হাবীব চৌধুরী – ইতালি, উপদেষ্টা, এ কে এম জহিরুল ইসলাম – স্পেন, উপদেষ্টা ড. মোহাম্মদ মুক্তার হোসেন – ইতালি, উপদেষ্টা সৈয়দ কামরুল সারোয়ার – ইতালি উপদেষ্টা, লোকমান হোসেন – স্পেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |