সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:- শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে ইউনিটির সভাপতি মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এতে ডাক্তার মুহাম্মদ আবু ইদ্রিস এফসিপিএস সার্জারি ডিগ্রী অর্জন করায় এবং সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, সাইদুল হক ভূঁইয়া ও এসআই মোঃ মনিরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় এই তিনজনকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সম্মাননার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার মুহাম্মদ আবু ইদ্রিস ,সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, সাইদুল হক ভূঁইয়া,এসআই মনিরুজ্জামান, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সদস্য মির্জা সাইদুল ইসলাম সাঈদ প্রমুখ।