আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:০০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২ চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন (নৌকা) ও জুলফিকার কায়সার টিপু (স্বতন্ত্র) সমর্থকদের পাল্টা-পাল্টি হামলা, মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহতের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূতে জানা যায়, শুক্রবার রাত ৮টার পর থেকে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের পাল্টা-পাল্টি এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রাতের আধারে দুপক্ষের সমর্থকদের দেশিয় অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। দুপক্ষের অন্তত ৫টি বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। শৈলকুপার থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |