আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৬
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের একটি কাটা পাঁ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকার একটি ময়লার স্তুপ থেকে পাঁ টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে কারখানায় যাওয়ার সময় সাদা পলিথিনে মোড়ানো একটি পাঁ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পায়ের কিছু অংশ ও গলার খাবার নলি উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই ইকবাল হোসেন বলেন, ‘সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ এ জানায় স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পৌছে পলিথিনির ভিতর থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করা হয়। এসময় পায়ের হাড়ের কিছু অংশও পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
এছাড়া উদ্ধার হওয়া পাঁ টি একজন পুরুষের বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে কার সেটি জানা যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |