আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩০
নারায়ণগঞ্জ :- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট তৈমূর আলম খন্দকারের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তাকে জয়ী করার শপথ নিয়ে সমর্থন জানিয়েছেন জেলা ও মহানগর হেফাজতে ইসলাম। গতকাল সকালে শহরের মাসদাইরে তৈমূর আলমের বাসভবনে হেফাজতের নেতাকর্মীরা উপস্থিত হয়ে এ সমর্থন দেন। হেফাজতের নেতাকর্মী ছাড়াও তৈমূর আলম খন্দকার, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুব খান টিপু প্রমুখ।
এ সময় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, তৈমূর আলম খন্দকার শুধু আমাদের প্রার্থী না, তিনি পুরো নগরবাসীর প্রার্থী। তার পক্ষে সবাই আছি। এই যে নামলাম, আমরা জয় না নিয়ে ঘরে ফিরে যাবো না। এর আগে আরও ৪ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে ৩ জন তৈমূরকে সরাসরি সমর্থন দিয়ে সরে যান ও পাশে থেকে তৈমূরের পক্ষে কাজ করছেন। এ ছাড়াও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এস এম আকরাম সরাসরি বন্দরের কদম রসুল দরগায় উপস্থিত হয়ে তৈমূর আলমকে সমর্থন দিয়েছেন।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |