- প্রচ্ছদ
-
- প্রধান খবর
- খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা,জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই
খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা,জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা,অবিভক্ত বিএফইউজের বার বার নির্বাচিত সভাপতি ও মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের কয়েক মেয়াদের সভাপতি, ফিন্যান্সিয়াল হেরাল্ড এডিটর, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১ টা ৩৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক দিন আগে তাঁর কোভিড পজেটিভ রিপোর্ট আসে। এরপর অক্সিজেন লেভেল বেশ কমে যায়। চিকিৎসকরা চেষ্টা করেও অক্সিজেন লেভেল স্বাভাবিক অবস্থায় আনতে পারেননি।
আগামীকাল রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Please follow and like us:
20 20