আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৪
বিডি দিনকাল ডেস্ক :- একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ আজ দুপুর ২ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রিয়াজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জনাব রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন মনেপ্রাণে একজন সাংবাদিক, স্পষ্টভাষি ও মুক্তচিন্তার মানুষ। তিনি চিন্তা ও লেখনীর স্বাধীনতায় গভীরভাবে বিশ্বাস করতেন। সাংবাদিকতায় তাঁর ছিল গৌরবময় অবদান। কলাম সৈনিক হিসেবে তিনি দেশ ও সমাজে নানা অসংগতি নিপুণভাবে তুলে ধরেছিলেন। মরহুম রিয়াজ উদ্দিন আহমেদ একজন খ্যাতিমান সাংবাদিক নেতা হিসেবে সাংবাদিক সমাজের স্বার্থের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। এ বরেণ্য সাংবাদিকের মৃত্যুতে সংবাদ পত্রের জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো। তাঁর মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |