- প্রচ্ছদ
-
- খুলনা
- প্রবীণ সাংবাদিক রিয়াজুদ্দিন আহম্মেদের পর আজ দৈনিক দিনকালের সিনিয়র সহ-সম্পাদক সৈয়দ আকরামও চলে গেলেন পরপারে
প্রবীণ সাংবাদিক রিয়াজুদ্দিন আহম্মেদের পর আজ দৈনিক দিনকালের সিনিয়র সহ-সম্পাদক সৈয়দ আকরামও চলে গেলেন পরপারে
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- প্রবীণ সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন দৈনিক দিনকালের সাবেক ইউনিট প্রধান, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক দিনকালের সিনিয়র সহ-সম্পাদক সৈয়দ আকরাম আর নেই। আজ শনিবার আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭২ সালে দৈনিক জনপদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
আজ বাদ এশা নড়াইলের লোহাগড়া থানার ধলাইতলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।
আকরাম সাংবাদিকতায় আসেন ১৯৬৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম প্রধান বাংলা দৈনিক আজাদে খুলনা জেলা প্রতিনিধি হিসেবে। তখন দৈনিক আজাদের সম্পাদক দেশের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মুজিবুর রহমান খাঁ, বার্তা সম্পাদক সন্তোষ গুপ্ত। পুরো ষাটের দশকজুড়ে দৈনিক আজাদের খুলনার দায়িত্ব পালনের পাশাপাশি রিপোর্টার হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় সাপ্তাহিক স্বাধিকারের সাথে। স্বাধিকারের সম্পাদক তখন প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। সহকারী সম্পাদক সৈয়দ ঈসা। স্বাধীনতার পর আকরাম ভাই চলে আসেন ঢাকায়। ১৯৭২ সালে সহ সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক জনপদে। লন্ডনপ্রবাসী সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী তখন জনপদের সম্পাদক, কামাল লোহানী বার্তা সম্পাদক। এরপর ১৯৭৬ সালে সহ সম্পাদক হিসেবে আবার যোগ দেন দৈনিক আজাদে। ১৯৭৯ সালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন খুলনা-৪ (তেরখাদা-দীঘলিয়া-রুপসা) আসন থেকে। পরে ন্যাপের অন্যান্যদের সঙ্গে তিনিও যোগ দেন বিএনপিতে। নির্বাচিত হন খুলনা নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক। রাজনীতির কারণে তিনি ফিরে যান খুলনা। পাশাপাশি যুক্ত হন সৈয়দ ঈসা সম্পাদিত সাপ্তাহিক স্বকালে। ১৯৮৯ সালে ফিরে আসেন ঢাকায়। যোগ দেন দৈনিক দিনকালে । আমারও ওই বছর দৈনিক দিনকালে যোগ দেয়া। আকরাম ২০১৯ সাল পর্যন্ত ছিলেন দৈনিক দিনকালের সিনিয়র সহ সম্পাদক।
Please follow and like us:
20 20