- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে কাবিখা’র সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
নড়াইলে কাবিখা’র সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২০ ১২:২৪ অপরাহ্ণ
নড়াইল প্রতিনিধিঃ -নড়াইলের সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে বাশভিটা পশ্চিমপাড়া ব্রীজেরদুই পাশের রাস্তা সংস্কার কাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট প্রকল্প কমিটির বিরুদ্ধে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা প্রকল্পের আওতায় মুলিয়া ইউনিয়নের বাশভিটা পশ্চিমপাড়া ব্রীজের দুই পাশের রাস্তা সংস্কার বাবদ ১০ মে. টন গম বরাদ্দ দেয়া হয়। এলাকাবাসীর অভিযোগ নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা’র প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এ ব্রীজের দুই পাশের রাস্তা সংস্কারে ১০ মে. টন গম বরাদ্দ দেয়া হয়।ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা দেখিয়ে ক্ষোভের সঙ্গে আরো বলেন, বরাদ্দকৃত সমুদয় গম উত্তোলন করা হলেও রাস্তার কাজ না করে বরাদ্দের পুরো টাকাই পকেটে পুরেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পিআইসি প্রনব বিশ্বাস বলেন মাটি, বালির অভাবে রাস্তার কাজ সম্পূর্ন করতে পারিনাই।এ ব্যাপারে মুলিয়া ইউপি চেয়ারম্যান জনাব রবিন্দ্র নাথ অধিকারী বলেন,বিষয় টি আমি শুনেছি রাস্তা সংস্কার কাজে এম পি সাহেব ১০ মে. টন বরাদ্দ দিয়েছেন তবে কাজের বরাদ্দকৃত অর্থের ২০ থেকে ৩০শতাংশ কাজ হয়েছে বলে স্থানীয় এলাকা বাসী আমার কাছে মৌখিক অভিযোগ করেছেন।
Please follow and like us:
20 20