আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৬
বিডি দিনকাল ডেস্ক :- তিনি আফগানিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন, তাই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানিয়েছেন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবানরা আগস্টে রাজধানী কাবুলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখল করে। আশরাফ ঘানি জানিয়েছেন, ১৫ই আগস্ট সকালে যখন তিনি ঘুম থেকে ওঠেন তখনও পর্যন্ত জানতেন না এটিই তার আফগানিস্তানে শেষ দিন হতে চলেছে। বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে মি. ঘানি বলেন, যখন তার বিমান কাবুল ছাড়ছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন যে দেশ ছেড়ে যাচ্ছেন। সেই কঠিন সময়ে দেশ ত্যাগের জন্য প্রচণ্ড সমালোচিত এবং অভিযুক্ত হন ঘানি । তিনি এখন সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন। মি. ঘানি যুক্তরাজ্যের প্রাক্তন চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টারের সাথে কথোপকথনের সময়ে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
মি. ঘানি সেদিনের কথা স্মরণ করে বলছিলেন , ‘প্রথমে তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করতে চায়নি যদিও ঘন্টা দুয়েক পর তারা সিদ্ধান্ত বদলায় । তালেবানের দুটি ভিন্ন দল দুটি ভিন্ন দিক থেকে কাবুলের দিকে এগিয়ে আসছিল। তাদের মধ্যে একটি ব্যাপক সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদি সেই সংঘর্ষ হত তাহলে তা শহরের ৫ মিলিয়ন মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিত।’ এই পরিস্থিতিতে নিজের খুব কাছের লোকজনকেও কাবুল ছেড়ে যাওয়ার কথা বলেন ঘানি , যার মধ্যে ছিলেন তাঁর স্ত্রীও। তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও চলে যাবার সিদ্ধান্ত নেন এবং মি. ঘানি তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির অপেক্ষা করছিলেন। কিন্তু সেই গাড়ি আর আসেনি। পরিবর্তে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রপতির নিরাপত্তা প্রধানের সাথে ফিরে আসেন এবং মি. ঘানিকে বলেছিলেন যে, তিনি যদি এখনো এখানে থাকেন তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে। তাকে ভাবার জন্য মাত্র ২ মিনিট সময় দেয়া হয়েছিল। ঘানি জানান , ‘প্রথমে ঠিক হয়েছিল আমি খোস্ত শহরের দিকে চলে যাবো। কিন্তু ততক্ষণে খোস্ত এবং জালালাবাদ উভয় শহরেরই পতন ঘটেছে। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে আমি কোথায় যাবো। তখন হঠাৎ এই সিদ্ধান্ত নেয়া হয় যে সবাই আফগানিস্তান ছেড়ে চলে যাবো। ”তার প্রস্থানের পরিপ্রেক্ষিতে, মি. ঘানি তার ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ সহ আফগানিস্তানের অনেকের দ্বারা সমালোচিত হয়েছিলেন , যারা এটিকে “অসম্মানজনক” বলে অভিহিত করেছিল। তালেবানদের কাবুল দখল একদিনে হয়নি। অনেকে জোর দিয়ে বলেন যে ১৫ই আগস্ট আশরাফ ঘানির আকস্মিক গোপন প্রস্থান চুক্তিকে ভঙ্গ করেছে । তবে তালেবানদের আধিপত্য নিশ্চিত ছিল। কিন্তু যে ব্যক্তি বারবার মৃত্যুর সাথে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দ্বারা তৈরি শূন্যতা এই বিশৃঙ্খলাকে আরও গভীর করেছে।এটা সত্য যে তিনি দুর্বল হাতে গোটা পরিস্থিতির মোকাবেলা করছিলেন, কিন্তু এটাও ঠিক সেইসময়ে আরো বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল। তাকে এখন রাজনীতিবিদদের চেয়ে বেশি একজন নেতা হিসাবে দেখা হচ্ছে, যিনি মার্কিন রাজনীতিকে বুঝতে পারেননি এবং হঠাৎই বাস্তবের মাটিতে এসে পড়েছেন। তার সর্বশেষ ব্যাংক অ্যাকাউন্টটিকেও দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মি. ঘানি বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন এমন অভিযোগও উঠে এসেছে – যা তিনি জোর দিয়ে অস্বীকার করেছেন। সেই সঙ্গে যে কোনো আন্তর্জাতিক তদন্তকে স্বাগত জানিয়েছেন ঘটনার সত্যতা প্রমাণের জন্য। ঘানি বলেছেন , ”আমার জীবনযাপন সবার কাছে পরিচিত। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি দেশের বাইরে কোনো টাকা নিয়ে যাইনি। টাকা নিয়ে আমি কি করবো ? ”সেই সঙ্গে তিনি তৎকালীন রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্পের অধীনে তালেবান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে করা চুক্তির দিকে ইঙ্গিত করেছিলেন, যা ১৫ই আগস্টের দিকে পরিচালিত ঘটনাগুলির পথ প্রশস্ত করেছিল। ঘানির মতে , একটি শান্তি প্রক্রিয়ার পরিবর্তে, আমরা শুধু প্রত্যাখ্যান পেয়েছি। চুক্তির শর্তাবলীর অধীনে, আফগান মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার বাহিনী কমাতে সম্মত হয়েছিল, যার জেরে জঙ্গি গোষ্ঠীটি আফগান সরকারের সাথে আলোচনা করতে সম্মত হয়েছিল। কিন্তু সেই আলোচনা কাজ করেনি। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১১ই সেপ্টেম্বরের মধ্যে শেষ সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে দেন , তার পরেই তালেবানরা আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছিল, শহরের পর শহর দখল করেছিল। ঘানির মতে , শেষ পর্যন্ত যা ঘটেছিল তা একটি সহিংস অভ্যুত্থান, রাজনৈতিক চুক্তি নয়। মি. ঘানি যেদিন কাবুল ত্যাগ করেন, সেই দিনই তালেবান শহরের নিয়ন্ত্রণ নেয়।তারপর থেকে, দেশটি একটি মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে , তালেবান ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক সমর্থন অপসারণের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর বিশ্বাস করাটা তার মতে ভুল হয়েছিল , আর সেজন্যই দেশটির পতন হয়েছে বলে মনে করেন ঘানি। প্রাক্তন প্রেসিডেন্টের দাবি , গোটা প্রক্রিয়ায় তাকে বলির পাঁঠা করা হয়েছে।
সূত্র : বিবিসি
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |