আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২২
প্রেয়সী আমার, তুমি জেনে রেখো ,
আমার বাক স্বাধীনতা হরণ করার অপরাধে
আমিও একদিন শপথ বাক্য পাঠ করবো
পরাধীনতার শিকল পরিয়ে, আমার বুকের উপর দিয়ে
তুমি ওদের অবাধে বিচরণ করতে দিয়েছো!
আমার সবুজ উদ্যান তুমি ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করেছে!
প্রেয়সী আমার, তুমি জেনে রেখো ,
আমিও একদিন শপথ বাক্য পাঠ করবো
প্যারেডের কামানের নল গুলো তোমার দিকে ঘুরিয়ে দিব
হারিয়ে যাওয়া আত্মাগুলোকে তোমার পেছনে লেলিয়ে দিব
তোমার হিংসাত্মক আত্মচিৎকার যেন কেউ শুনতে না পায়,
সেদিন আমি বিশ হাজার Hz frequency স্পিকার বাজিয়ে
বিজয়ের উৎসব পালন করব!
প্রেয়সী আমার, তুমি জেনে রেখো,
সেদিন গগনবিদারী আওয়াজ তুলে আমিও
শপথ বাক্য পাঠ করবো!
আজ আমি তোমায়, অভিশাপ দিচ্ছি না,
বরং আশীর্বাদ করছি, বেঁচে থেকে প্রেয়সী আমার,
তুমি বেঁচে থাকো! কারণ শুধু তোমাকে শোনাতেই
আমি সেদিন, শপথ বাক্য পাঠ করবো!
✍ বাবুল তালুকদার
৩০/১২/২০২১
বৃহস্পতিবার
সকাল ১১.২৫ মিনিট
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |