আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:০২
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- গুনগতমানে চিনি উৎপাদনে বিশেষ সুনাম রয়েছে জয়পুরহাট সুগার মিলের। এই ধারা বাহিকতা নিয়ে দেশের বৃহত্তম চিনিকলে আজ আখ মাড়াই শুরু । আজ বিকেলে দোয়া ও মলিাদ মাহফিলের মধ্য দিয়ে বিকেল ৪টায় আখ মাড়াই উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু ।
আজ শুক্রবার ,বিকেলে রাব্বি হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ।বাংলাদেশ চিনি ও খাদ্র কর্পোরেশনের যুগ্ন সচিব আনোয়ার হোসেন,বিএফআইসিসির অফিসার্স এসোসিায়েশনের সাধারন সম্পাদক ড. মহসিন আলী,আখচাষী কল্যান সমিতির স ভাপতি আবু তালেব চৌধুরী ,শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন।
জয়পুরহাট চিনিকলে দু হাজার ২১/ ২২ মৌসুমে এবার ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই কওে ১ হাজার ৮ শ মেট্রিক টন চিনি আহরনের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।
গত ২হাজার ২০/২১ মৌসুমে উৎপাদিত ৮ হাজার মেট্রিক টন মাড়াই ধার্য্য থাকলেও তারমধ্যে ৩ হাজার ২০ মেট্রিক টন মাত্র অর্জিত হয়েছিল্ । এ ব্যপাওে চিকিলের এমডি রাব্বি হাসান জানান যে, গত বছর আখ মাড়াই কম হওয়ার মুল কারন, বৈশ্বিক করোনা মহামারী, এবং কৃষকদেও সাথে যোগাযোগের অভাব, সার, কীটনাশক, ও বীজ সরবরাহ না করা এর মুল কারন।
এবার আমরা সেটা কাটিয়ে কৃষকদেও সাথে যোগাযোগ করা, সার, ও কীটনাশক এবং ভালো পরিচ্ছন্ন বীজ সরবরাহ করায় আমরা এবার ৬ হাজার ৫০০ একর জমিতে আখ রোপনের লক্ষ মাত্রা ধার্য্য করেছি। এরই মধ্যে ৩০-১১ ২১ তারিখ পর্যন্ত ৯শ ৪৭ একর জমিতে আখ লাগা সম্পন্ন হয়েছে। এবার রংপুর চিনিকলের আখ ও এখানে মাড়াই করা হবে বলে জানালেন জয়পুরহাটের এমডি মো: রাব্বি হাসান।
দুর্নিতী আর মাথাভারী প্রশাসন রুখে , এবং কৃষকদেও আখ লাগানোকে উৎসাহিত করলে ,এবং সব ঠিক ঠাক থাকলে জয়পুরহাট চিনিকল আবার ঘুড়ে দাড়াবে বলে বিশ্বাস সচেতন মহলের।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |