আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য মাঠে নামতে ছাত্রলীগ নেতাদের আল্টিমেটাম দিয়েছে পুলিশ। গত শনিবার রাত থেকে গতকাল ভোর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহর ও বন্দরে মহানগর ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি হানা দিয়েছে স্থানীয় থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ছাত্রলীগ নেতাদের স্বজনদের মারধর, অকথ্য ভাষায় গালাগালি, মোটরসাইকেল, সিসি টিভির যন্ত্রপাতি, মোবাইল ছিনিয়ে নিয়েছে পুলিশ। এতে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
তার বলছেন, নারায়ণগঞ্জের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যা এখন ঘটছে। দলীয় প্রার্থীর জন্য দলের নেতাকর্মীদের বাড়ি পুলিশের অভিযান। এটা দুঃখজনক। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় লোকজন দলের প্রার্থীর বিপক্ষে যাবে, এটা দলীয় প্রার্থী চিন্তায় আনে কীভাবে? মান অভিমান থাকতেই পারে, তাই বলে কি ছাত্রলীগ নেতাকর্মীদের কেউ নৌকার বিপক্ষে ভোট দিবে? দিবে না।
তাহলে কেন এমন ন্যক্কারজনক কার্যক্রম চলছে। এতে কি দলের ভাবমূর্তি বাড়বে। বরং প্রতিপক্ষ বিষয়টিকে ভিন্নভাবে ব্যবহার করবে। তারা আরও বলেন, গতকাল দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে গডফাদার উল্লেখ করে বক্তব্য দেয়ার পর রাতে পুলিশ ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে থ্রেট দেয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম দাবি করেছেন, নাসিক নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান চলছে। এটা তারই অংশ। তবে সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতাদের বাড়িতে কেন এমন অভিযান এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি পুলিশি হানার সংবাদে চরম ক্ষোভ বিরাজ করছে সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
জানা গেছে, গত শনিবার আকস্মিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি। এরপর ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে অভিযান চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মাসদাইর বেকারির মোড় এলাকায় হঠাৎ করেই প্রায় ১১টি গাড়িতে করে অর্ধশত পুলিশ ও ডিবির সদস্যরা রিয়াদের বাড়িতে প্রবেশ করেন। ফতুল্লা থানার কর্মকর্তারা রিয়াদকে জিজ্ঞাসাবাদের পর মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যায়। এ ছাড়া রিয়াদের বাড়িতে প্রবেশের সময় তার ভাতিজা সিয়ামকে পেয়ে ৫/৬ জন পুলিশ সদস্য বেধড়ক পিটিয়ে আহত করে।
হাবিবুর রহমান রিয়াদ জানান, আমি গত ১ মাস ধরে অসুস্থ, স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হয়। এই অবস্থাতেই আমি আমাদের দলীয় নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী আপার প্রচারণায় ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছি। গত শনিবার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রচারণা সভার মধ্যেই আমাদের কমিটি বিলুপ্ত করা হয়। আর রাতে আমার বাসায় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে প্রশাসনের লোকজন। পুলিশের কর্মকর্তারা আমাকে আল্টিমেটাম দিয়ে বলে গেছেন,‘গলায় গামছা পেঁচিয়ে নৌকার জন্য রাস্তায় নামবেন না হলে উপরের নির্দেশ কি হবে বুঝতেই পারছেন’। এ সময় তারা আমার মোটরসাইকেল, মোবাইল নিয়ে গেছে, আমার ভাতিজাকে বেদম পিটিয়েছে। আমি কি ছাত্রলীগের প্রেসিডেন্ট না কি শিবিরের প্রেসিডেন্ট সেটা মনে হয় তারা ভুলে গেছে। যেখানে আমি আমার কর্মীদের নিয়ে নৌকার প্রচারণা করছি সেখানে বিএনপি-জামায়াতের ক্যাডারদের রেখে আমার বাড়িতে অভিযান চালিয়ে হাজার হাজার কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো হলো। খবর পেয়ে ছাত্রলীগ নেতা রিয়াদের বাড়ি ও এলাকায় শত শত নেতাকর্মীরা ভিড় জমায়।
ওদিকে রাত ১২টার দিকে পুলিশ ও ডিবির সদস্যরা হানা দেন শহরের নিতাইগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ কাউসারের বাড়িতে। সেখানে তাকে না পেয়ে বাড়ির লোকজনদের অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে বলে জানান তিনি।
মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু জানিয়েছেন, আমার বন্দরের বাড়িতে রাত ১টার দিকে প্রায় ৭ গাড়ি পুলিশ এসেছে। এ সময় আমি বাড়িতে ছিলাম না। পুলিশ সদস্যরা আমার পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমার বাসার সিসি টিভির মেশিন নিয়ে গেছে।
বিন্দু জানান, মহানগর ছাত্রলীগের নেতা মিশুক, জিসানসহ আরও কয়েকজনের বাড়িতেও বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা হানা দিয়েছেন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্রলীগ নেতাদের বাড়িতে গিয়েছে কিনা আমি জানি না। তবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিশেষ অভিযানিক দল সর্বদা তৎপর রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে সাইবার পেট্রোলিং চলছে। আমরা এ পর্যন্ত ৫০টি মোটরসাইকেল জব্দ করেছি বিভিন্ন স্থান থেকে, মামলাও হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |