আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর মোহন ফকির কান্দি গ্রামে একটি অপকর্মকে ঢাকতে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার অভিযোগ উঠেছে। এই মামলার পরে গ্রেফতারের ভয়ে এলাকায় পুরুষ শুন্য হয়ে পড়েছে। ঐ এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ বলছে এ বিষয়ে জানেন না। ভুক্তভোগীদের সুষ্ঠ তদন্ত দাবি। অপরপক্ষ বলছে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। কোন রকম অপকর্মের ঘটনা ঘটেনি।
মোহন ফকির কান্দি গ্রামের বাচ্চু মাদবর বলেন, মোহন ফকির কান্দি গ্রামের হানিফ বেপারী দীর্ঘদিন যাবৎ স্থানীয় আলমগীর মাদবরের স্ত্রী চায়না বেগমের সাথে পরকিয়ায় জড়িয়ে গোপনে ঐ বাড়িতে যাতায়ত করে। বিষয়টি আলমগীর মাদবরকে জানানো হলে সে কথা বিশ্বাস না করে উল্টো সংবাদদাতাদেরকে দোষারোপ করে। এ ঘটনার পর বাচ্চু মাদবর ঘটনাটি প্রমাণ করতে ঐ দিনের পর প্রতিদিন রাতে বাড়িতে চুপি চুপি পাহারায় থাকে। ঘটনাচক্রে গত শুক্রবার (৭ জানুয়ারী) দিবাগত রাত অনুমান সাড়ে ১২টায় জামাল বেপারী গোপনে আলমগীর মাদবরের অবর্তমানে তার স্ত্রীর সাথে পরকিয়ার টানে তারে ঘরে প্রবেশ করে। এটা আলমগীর মাদবরের ছোট ভাই বাচ্চু মাদবর দেখতে পেয়ে ঘরের বাইরে থকে ছিকল আটকে রেখে স্থানীয় লোকজনদের খবর দিয়ে বলে ঘরের ভিতরে চোর ঢুকছে। বাইরে থেকে আটকে রাখা হয়েছে। পরে এলাকাবাসী আসলে বারবার বাইরে থেকে দরজা খুলতে বললে কেউ দরজা খুলছেনা। এমতবস্থায় ঘরের পাটাতন খুলে ঘরের ভিতর থেকে জামাল বেপারী পালিয়ে যেতে চেষ্টা করে। এক পর্যায় পাটাতনের ফাক দিয়ে পালাতে গেলে ঘরের টিনে লেগে তার পায়ের রগ কেটে যায়। খবর পেয়ে পালেরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম ফরাজি এসে আহত জামাল বেপারীকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করতে চাইলে পরিবারের কেউ গ্রহণ করতে রাজি হয়নি। পরে স্থানীয়রা তাকে জাজিরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। বর্তমানে জামাল ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এঘটনার পর আলমগীর মাদবরের স্ত্রী চায়না নিজের অপকর্ম ঢাকতে তার দেবর বাচ্চু মাদবর, ভাসুর আমির হোসেন মাদবর, স্থানীয় আবুল কালাম, আঃ কাদির, নাসির, নাজিম সহ কয়েক জনকে আসামী করে জাজিরা থানায় মানহানির একটি অভিযোগ দায়ের করেন। এছাড়াও অন্য কাউকে বাদী করে স্থানীয়দের ঘায়েল করতে নুতন ভাবে মামলা করার পায়তারা করছে বলেও অভিযোগ করছে মামলায় ভুক্তভোগীরা।
এব্যাপারে মোহন ফকির কান্দি গ্রামের রাজ্জাক ফকির বলেন, জামাল বেপারী একজন দুশ্চরিত্রের লোক। সে এলাকায় নানা রকম অপকর্ম করে বেড়ায়। পাশের বাড়ির আলমগীর মাদবরের স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে রাতের বেলায় ঐ বাড়িতে আটকা পড়ে। ঐ সময় উত্তেজিত জনতার ভয়ে পালাতে গিয়ে টিনে তার পা কেটে গুরুতর আহত হয়। এ ঘটনা অন্য দিকে প্রবাহিত করতে স্থানীয় গ্রামবাসীকে ঘায়েল করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এটার সুষ্ঠ তদন্ত হওয়া দরকার।
একই গ্রামের দেলোয়ার ফকির ও জসিম ফকির বলেন, জামাল এলাকায় চুরি ডাকাতি করে। সে অনেক প্রভাবশালী হওয়ায় কেউ তাকে কিছু বলতে সাহস পায়না। ঘটনার দিন গত শুক্রবার আলমগীর মাদবরের অবর্তমানে তার স্ত্রীর পরকিয়ার টানে সেখানে গিয়ে আটকা পড়ে পালাতে গিয়ে পা কেটে যায়। এ ঘটনা থেকে নিজেকে বাচাতে স্থানীয় লোকজনদের আসামী করে থানায় ও কোর্টে মিথ্যা মামলা করে হয়রানি করার পায়তারা করছে। আমরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার চাই।
এব্যাপারে আলমগীর মাদবরের স্ত্রী চায়না বেগম বলেন, ঘটনার ২দিন পূর্বে বাচ্চু মাদবরের মোবাইল চুরি হয়। এ জন্য জামালকে সন্দেহ করে তাকে মারপিট করে আমার ঘরে এনে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মানহানি করছে। তাই আমি জাজিরা থানায় মানহানি মামলা করে বিচার চেয়েছি।
এব্যাপারে আহত জামাল বেপারী’কে বারবার তার মুঠো ফোনে কল করেও পাওয়া যায়নি।
এব্যাপারে জাজিরা থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, পালেরচরের ঘটনা সম্পক্র্ েআমার জানা নেই । ওসি জানেন কিনা আমি তা জানিনা। সে মিটিংয়ে আছেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |