আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫০
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ,চারবারের এমপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব এবং বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধ দল ২০১৩ সালের এক রাজনৈতিক মামলার অনৈতিক অবৈধ রায়ের সাজাপ্রাপ্ত ভাসানটেক থানা নেতা কর্মীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে ঢাকা মহানগর উত্তর ভাষানটেক থানা বিএনপির সভাপতি ও উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম কিবরিয়া মাখনের বাসভবনে যান আজ ১২ জানুয়ারি বুধবার বিকেল ৫ টায় । জেলে থাকা সাজা প্রাপ্ত নেতা কর্মীদের সকল পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আসেন এই বাসভবনে ।
উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এই সময় অবৈধ ভাবে সাজাপ্রাপ্ত নেতা কর্মীদের পরিবারের সদস্যদের প্রতি আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন , এই অবৈধ সরকার টিকবে না ,বেশি দিন তারা থাকবেনা । অচিরেই জেলে থাকা আমাদের ভাইয়েরা বের হয়ে আসবে ।আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে ।আমাদের নেতা তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন ।আমাদের সাজা প্রাপ্ত এই নেতাকর্মীদের জন্য ও এবং পরিবারের শান্তির জন্য যা যা করার দরকার তার সব টুকুই করা হবে বলে আন্তরিকতার সাথে সান্তনা দেন ।এই সময় পরিবারের অনেক সদস্য কান্নায় ভেঙ্গে পড়েন ।কিছুক্ষনের জন্য পরিবেশটা ভারী হয়ে উঠে ।
এই সময় সদস্য সচিব আমিনুল হক সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন ,এই মুহূর্তে এইখানে যারা আছেন তারা সকলেই এই অবৈধ সরকারের জুলুম অত্যাচারের শিকার । আমরা এই অবৈধ সরকারের বিদায় না করা পর্যন্ত ঘরে যাবোনা । জননেতা তারেক রহমাণের নেতৃত্বে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রাম চলছে চলবে ।
একেই সাথে নেতৃবৃন্দ সাজাপ্রাপ্ত নেতা কর্মীদের মুক্তি এবংদেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য সকলকে যার যার অবস্থান থেকে দোয়ার আহ্বান জানান।
এই সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার ,মোস্তফাজ্জামান,মোয়াজ্জেম হোসেন মতি সহ মহানগরী ও স্থানীয় নেতাকর্মী প্রমুখ ।
এই বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য (দায়িত্ব প্রাপ্ত গণমাধ্যম) এবিএম এ রাজ্জাক ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |