আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪০
বিডি দিনকাল ডেস্ক :- বৃহস্পতিবার সকালে চাটখিল সরকারি হাসপাতালে এক স্কুল ছাত্রকে পর পর ৩টি ভ্যাকসিন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ইয়াছিন হোসেনকে পরপর ৩টি ভ্যাকসিন দেয়ার বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ নিশ্চিত করেন। বর্তমানে ইয়াছিন হোসেন হাসপাতালে ভর্তি রয়েছে।
ইয়াছিন গোবিন্দপুর গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম খলিলের পুত্র। চাটখিল সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সহিদুল ইসলাম নয়ন জানান, অভিযুক্ত স্বাস্থ্য সহকারী দিদার হোসেনকে শোকজ করা হয়েছে। এ ব্যাপারে ডা. তিথি আজিজকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডা. নয়ন আরও জানান, হাসপাতালে ভর্তি ইয়াছিন হোসেন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |