- প্রচ্ছদ
-
- আইন/আদালত
- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি টিএইচ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি টিএইচ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২ ১:২১ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণতম আইনজীবী ও আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারপতি টিএইচ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার ছেলে সিনিয়র সাংবাদিক ও সিনিয়র আইনজীবী আফজাল এইচ খান জানান, বেলা ৫টায় আব্বা আমাদের ছেড়ে চলে গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় রোববার ভোরে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত জটিলতাসহ নিউমনিয়ায় ভুগছিলেন।
দেশ বরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় এই আইনবিদ ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি আইন পেশায় যোগ দেন। বিচারপতি টি এইচ খানের প্রকৃত নাম মো. তাফাজ্জাল হোসেন খান। তিনি ১৯৬৮ সনে তদানিন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৭৩ সালের জুলাই মাস থেকে পুনুরায় আইন ব্যবসায় ফিরে আসেন। ১৯৭৪ সালে তিনি প্রথম বারের মতো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন
১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে তিনি আইন ও বিচার, তথ্য ও বেতার, শিক্ষা, ভূমি, প্রশাসন, ধর্ম, যুব ও ক্রীড়া এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস-চেয়ারম্যান ছিলেন।
মরহুমের ছেলে ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য এডভোকেট আফজাল এইচ খান’র বরাত দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান মৃত্যু কালে ৩ ছেলে ১ মেয়েসহ নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।মরহুমের স্ত্রী ২০১১ সালে ইন্তেকাল করেছেন।আগামীকাল মরহুমের মরদেহ এলাকায় নিয়ে যাবার কথা রয়েছে।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক জানিয়েছেন।সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।
নামাজের জানাজার শিডিউল এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি হবার পর জানানো হবে
Please follow and like us:
20 20