আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৫
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :-মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২২-২৩ সালের এ কমিটি’তে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইনফ্রাস্ট্রাকচার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন ও মাহসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বশির ইবনে জাফর।
রোববার রাতে জুম মিটিং এর মাধ্যমে সংগঠনটির নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশন-মালয়েশিয়া’র বিদায়ী সভাপতি ইব্রাহীম হক চৌধুরী’র সভাপতিত্বে শেখ মাহেজাবিনের সঞ্চালনায় ভার্চুয়াল এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি ও আরটিভি মালেশিয়ার প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, কুয়েটের এসিস্ট্যান্ট প্রফেসর হুমায়ুন কবির ও বিএসওএম এর প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মুহাম্মদ মিনহাজ।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করা হয় এবং বিএসওম এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসাবে আছেন জিনাত এ. তাবাস্সুম (ইউনিভার্সিটি অব মালায়া), সহ-সভাপতি ফয়সাল বিন মাহবুব (লিমককউইং ইউনিভার্সিটি), ফারজানা রুম্পা (ইউকেএম), মু. আশরাফ আলি (মাহসা), শারমিন খান (সিটি ইউনিভার্সিটি) জয়েন্ট সেক্রেটারি একেএম আবিদুল হক (লিমককউইং), শেখ মাহেজাবিন (আইআইইউএম), মু. মাহদি (আইইউকেএল), সালমান আকন্দ (মাহসা), স্পোর্টস সেক্রেটারি মু. আবু সাইদ (ইউনিটেন), মিডিয়া সেক্রেটারি এজাজ আহমেদ (মাহসা), জয়েন্ট মিডিয়া সেক্রেটারি মুহা. রাফি (আইআইসি), এক্সিকিউটিভ মেম্বার তানজিলা শাহিদ (ইউএসএম), ও মাসরুল হক চৌধুরী (টেইলর ইউনিভার্সিটি)
নতুন কমিটি প্রসঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আল-আমিন বলেন, বিএসওম এর কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কাজ করবে এই নতুন কমিটি, মালয়েশিয়ায় প্রতিটি প্রদেশে শিক্ষার্থীদের কল্যাণে আগেও যেমন ব্যাপক ভূমিকা পালন করেছে তেমনই সামনেও করবে। নতুন কমিটির সাধারণ সম্পাদক মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পরপর দুইবারের নির্বাচিত ভিপি বশির ইবনে জাফর বলেন, সংগঠন একজন শিক্ষার্থীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিডারশিপ ও নেটওয়ার্কিং স্কিলের মতো অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এই প্লাটফর্ম থেকেই হয়। তাছাড়া বিদেশে এসেও যেন শিক্ষার্থীরা তাদের কালচার নিয়ে সচেতন থাকতে পারে সে লক্ষ্যেও কাজ করবে সংগঠনটি।
সভায় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব কমিউনিটির সহ-সভাপতি এনটিভি মালেশিয়ার প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর অন্যতম ফাউন্ডার জাকির হোসেন, বিএসওম-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ জিয়া, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, সহ-সভাপতি জিনাত এ. তাবাস্সুমসহ প্রমুখ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |