আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫০
ডেস্ক:-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক এমপি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে আটটায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি নানা অসুস্থতায় ভুগছিলেন। তবে শেষের দিকে তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। গত ২৯ সেপ্টেম্বর তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
এক শোকবার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “জনাব একেএম মোশাররফ হোসেন বর্ণাঢ্য কর্মময় জীবনে বিসিআইসির চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রনালয়ে সচিবের দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ^াসী হয়ে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। পরে তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করে দেশের সেবায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ছাড়াও জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেজন্য তিনি নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও তিনি বিভিন্ন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |