আজ সোমবার | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৩
যোবায়ের হোসাইন : উত্তরা, ঢাকা উত্তরা আজমপুরে অবস্থিত রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ৬ষ্ঠ তলায় ‘ উত্তরা কম্পিউটার সিটি’ নামে অবৈধ ও চোরাই ল্যাপটপের বৃহৎ বাজার গড়ে উঠার অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ৬ষ্ঠ তলায় ‘উত্তরা কম্পিউটার সিটি’ নামক মার্কেটে ল্যাপটপ বিক্রির ৮ টি দোকন রয়েছে। প্রতিটি দোকান শতাধিক ল্যাপটপ দিয়ে সুসজ্জিত।খোঁজ নিয়ে জানা যায়, এসব দোকান থেকে বিক্রিত শত ভাগ ল্যাপটপ অবৈধ ও চোরাই পণ্য। রাজউক কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ীদের ও ভূক্তভোগী ল্যাপটপ ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, রাজউক মার্কেটের ৬ষ্ঠ তলা থেকে যত ল্যাপটপ বিক্রি হয়, ক্রেতাকে তারা টাকার রসিদ ছাড়া অন্য কোন কাগজপত্র দিতে পারেননা।
অভিযোগের ভিত্তিতে কম্পিউটার সিটির কয়েকটি দোকান বিষয়ক অনুসন্ধান করলে জানা যায়, দোকানে সুসজ্জিতভাবে সাজানা ল্যাপটপের সিংহভাগ দুবাই ও অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের ল্যাগেজ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে আনা হয়। এসব ল্যাপটপ আমদানি এবং ক্রয়-বিক্রয়ে নেই কোন শুল্ক ও ভ্যাট- টেক্স ও কাগজপত্র। এ বিষয়ে ল্যাপটপ বিডি নামক দোকানের মালিক রুবেল জানান, পুরো মার্কেটেই এধরনের ল্যাপটপ বিক্রি হয়। আমি ঢাকা থেকে নিয়ে আসি, তারা কোথা থেকে নিয়ে আসে আমার জানা নেই। ‘উত্তরা কম্পিউটার সিটি’ মার্কেটের সবচেয়ে বড় ল্যাপটপ বিক্রির দোকান ‘পিসি ওয়ার্ল্ড’ এর মালিক রহিমা খাতুন প্রতিবেদককে জানান, দুবাইয়ে আমাদের লোক আছে। তারা যাত্রীদের ল্যাগেজের মাধ্যমে দেশে ল্যাপটপ পাঠান। দেশে আসার পর ঐ যাত্রী বিমান বন্দর থেকে বের হলে আমারা ল্যাপটপ নিয়ে নেই। কিছু কিছু সময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আনা হয়ে থাকে। তিনি আরো বলেন, বাইনারি গ্যাজেট, গ্যাজেট ভ্যালি, ল্যাপি ভ্যালি, এবিসি কম্পিউার টেকসহ মার্কেটের সব দোকানদারই এই ব্যবসার সাথে জড়িত। আমি একা এ ব্যবসা করি না। অনুসন্ধানে আরো জানা যায়, মার্কেটটিতে চোরাই ল্যাপটপের বেচাকেনার অন্যতম বাজার। চোরাই ল্যাপটপ বিক্রির দায়ে জেএম টেকনোলজি দোকানের মালিক মিজানকে ২০২০ উত্তরা পূর্ব থানার এসআই আকবি ও ২০২১ সালে ধানমন্ডি থানা পুলিশ আাটক করেন। বিডি ল্যাপটপ দোকানের মালিক রুবেলকে চোরাই লেপটপ বিক্রির দায়ে ২০২১ সালের ফেব্রয়ারী মাসে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেন। পরে মার্কেট ব্যবসায়ী সমিতির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পিসি ওয়ার্ল্ড এর মালিক রায়হান টুটুলকে গাজীপুরের কালিগঞ্জ থানা পুলিশের ল্যাপটপ ও অ¯্র চুরির মামলায় তাকে কালিগঞ্জ থানা পুলিশ রাজউক মার্কেটে ল্যাপটপসহ গ্রেফতার করনে। এ বিষয়ে উত্তরা সিটি কম্পিউটার মার্কেটের মালিক হাবিব মোহাম্মাদ সাইফুল্লাহ জানান, ল্যাগেজের মাধ্যমে যেসব ল্যাপটপ বিক্রির জন্য আনা হয়, তা অবৈধ। এতে দেশের শুল্ক ও ভ্যাট- টেক্স ফাঁকি দেওয়া হয়। এরকম একটি ল্যাপটপ বিক্রির বাজার আমার মার্কেটে গড়ে উঠেছে, আমি তা জানিনা। আমি তাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহন করব। এবিষয়ে কম্পিউটার সিটির ম্যানাজার মিন্নত আলী জানান, আমরা ব্যবসায়ীদের মিটিংয়ে তাদেরকে এ ধরনওে ল্যাপটপ বিক্রির না করতে বারবার নিষেধ করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনা।
এবিষয়ে রাজউক মার্কেট ব্যবসায়ী উন্নয়ন কমিটির সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, তারা আমাদে কথা শুনেনা। আপনারা নিউজ করেন, আশা করি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। বিষয়টি নিয়ে ল্যাপটপ রিপেয়ার বা সার্ভিসিং দোকানে কথা হলে তারা জানান, এসব পন্যের বৈধ কোন বাজার না থাকার কারনে সার্ভিসিংয়ে জটিলতা দেখা দেয়। অধিকাংশ সময়ে আমরা পুরাতন পার্টস দিয়ে সার্ভিসিং করে থাকি। তাই একটি ল্যাপটপ একবার নষ্ট হলে বারবার সার্ভিসিং করাতে হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |