আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৩০
মোঃ নাসির,নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃজাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সংস্থাটির শান্তি প্রতিষ্ঠা (ইউএন পিস বিল্ডিং) কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন পিস বিল্ডিং) কমিশনের চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। তিনিই কমিশনের প্রথম নারী সভাপতি। কমিশনের অফিশিয়াল টুইটারে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউএন পিস বিল্ডিং কমিশনের বিদায়ী সভাপতি মিশরের স্থায়ী প্রতিনিধি ওসামা আবদুল খালেকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন রাবাব ফাতিমা। তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের ২০২২ সালের ষোড়শ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।
> প্রসঙ্গত, জাতিসংঘের পিস বিল্ডিং কমিশন উপদেষ্টা সংস্থা। সংস্থাটি সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যেন সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।
জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও ইকোসক থেকে নির্বাচিত ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে এই কমিশন প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ অর্থ সাহায্যদাতা এবং সৈন্য প্রেরণকারীদের মধ্যে শীর্ষ দেশগুলো এর সদস্য।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |