আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৪
বিডি দিনকাল ডেস্ক:- দেশে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু সামান্য কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫২৪ জনে। নতুন শনাক্তের ৪২ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৯,০৫২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১১,৫৯৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। আগের দিন এই সংখ্যা ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৬২৮২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৭২৬ টি নমুনা সংগ্রহ এবং ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ পুরুষ এবং ১১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ২১৪ জন এবং নারী ১০ হাজার ৩১০ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন রয়েছেন।
মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল ১ জন, সিলেটে ৩ জন রয়েছেন। মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৩ জন সরকারি হাসপতালে এবং ৭ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |