আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৯
বিডি দিনকাল ডেস্ক ;-করোনার শনাক্ত ও মৃত্যু ধীরে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৮৯জনে। নতুন শনাক্তের ৫৮ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৪৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৩৫৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে।
যা আগের দিন এই সংখ্যা ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮১৫৯ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ২৪৭ টি নমুনা সংগ্রহ এবং ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ পুরুষ এবং ১৪ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ২৫০ জন এবং নারী ১০ হাজার ৩৩৯ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৮৫৪ জন। যা একদিনে মোট শনাক্তের ৫৮ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫৪৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০০৯ জন, রাজশাহী বিভাগে ৪৮৬ জন, রংপুর বিভাগে ৩২১ জন, খুলনা বিভাগে ৪৮২ জন, বরিশাল বিভাগে ২৩০ জন এবং সিলেট বিভাগে ২৪৬ জন শনাক্ত হয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |