আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৬
বিডি দিনকাল ডেস্ক:-আগামী শনিবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে করা সার্চ কমিটি দ্বিতীয় বৈঠক করেছে মঙ্গলবার। প্রায় চার ঘণ্টাব্যাপি এ বৈঠক সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নাগরিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্তত ৬০ জন বিশিষ্ট নাগরিককে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। বুধবার তাদেরকে বৈঠকে অংশ নিতে চিঠি দেয়া হবে।
এছাড়া আগে বিজ্ঞপ্তি দিয়ে নাম আহবান করা হলেও মঙ্গলবারের বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এসব তথ্য জানান সার্চ কমিটির সাচিবিক দায়িত্বপালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |