আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৩১
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ-কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন গোড়াই পাঁচপীর এলাকায় শিক্ষিত বেকার যুবক নজরুল ইসলাম বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বি হবার স্বপ্ন দেখছে।
যুবক নজরুল ইসলাম পড়াশুনা শেষ করে কর্মসংস্থানের জন্য বিভিন্ন দপ্তরে চাকুরীর আবেদন করে পরীক্ষা দিয়ে চাকুরী না পেয়ে হতাশ জীবন যাপন করছিল। এ রকম সময়ে ইউটিইব চ্যানেলে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে সাবলম্বী হবার ভিডিও দেখে নিজের মনে আশার সঞ্চার হয়। তার এক আত্মীয়ের মাধ্যমে বায়োফ্লক পদ্ধতি বিষয়ে জেনে শুনে সরেজমিনে দেখে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে। ঢাকা থেকে বিভিন্ন সরঞ্জাম কিনে নিজ বাড়িতে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য অবকাঠামো নির্মাণ করা হয়। কিছু সরঞ্জামের অভাব হলে অনলাইনে দারাজের মাধ্যমে অর্ডার করে সরঞ্জামগুলো সংগ্রহ করে। ১০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা দুটি পানির ট্যাংক ও ৩ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি হসপিটাল পানির ট্যাংক নির্মাণ করা হয়। নির্মিত ট্যাংকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রম শুরু করা হয়েছে। বায়োফ্লক পদ্ধতিতে সামান্য ২ লাখ টাকা বিনিয়োগ করে প্রতি চার মাসে ১ লাখ টাকা মুনাফা আয় করা সম্ভব। নিজের কর্মসংস্থান নিজেই গড়ে তুলে বেকার যুবক নজরুল ইসলাম এলাকায় অন্যদের স্বপ্ন দেখাচ্ছে। তার পিতা আবুল কাশেম সন্তানের স্বাবলম্বি হবার বিষয়টি আনন্দের সাথে উপভোগ করছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |