আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৩
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রিকশা থেকে ল্যাপটপ ছিনতাইকালে দুইজন ছিনতাইকারী মোঃ মতিউর রহমান ও মোঃ দিদার মুন্সিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এসময় গ্রেফতারকৃত দের কাছ থেকে একটি ল্যাপটপসহ ব্যাগ, দুইটি চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস জানান, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) দিবাগত রাত ১২:৩০ টায় উওরা পশ্চিম থানার ১০ নং সেক্টর এলাকায় পৌঁছালে ২ জন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে জনৈক হাসান আল রিয়াদকে বহনকৃত রিকশা গতিরোধ করে। ভিকটিমকে ধারালো চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় উক্ত এলাকার টহল পুলিশ ছিনতাই হওয়া ল্যাপটপসহ দুই ছিনতাইকারীকে মতিউর ও দিদারকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |