- প্রচ্ছদ
-
- ঢাকা
- টাঙ্গাইলে পুষ্পা স্টাইলে পাচারকালে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্
টাঙ্গাইলে পুষ্পা স্টাইলে পাচারকালে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধি:-সিনেমাটিক স্টাইলে অবৈধ পথে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ গজারি কাঠ জব্দ করেছে টাঙ্গাইল জেলা বন বিভাগ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকা থেকে ১৮০ পিস গজারি কাঠ জব্দ করেছে বন বিভাগ।
এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে বাউইখোলা এলাকায় আটক করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ট ২২-২৮৪২ নাম্বার ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে বন বিভাগে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
Please follow and like us:
20 20