আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৭
জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ ঃ ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বাংলাদেশের সঙ্গে সময় মিল রেখে স্থানীয় সময় রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১ মিনিটে ইতালির রাজধানী রোমে খুলে দেয়া হয় একমাত্র স্থায়ী শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পরেই বাঙালিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রোম দূতাবাস ছাড়াও বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গুলোর উদ্যোগে দিবসটি নানা আয়োজনে পালিত হয়।
ইতালির মিলানে লোম্বার্দিয়া আওয়ামী লীগ শাখার আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপন করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে একুশের প্রথম প্রহরে মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফুলেল শ্রদ্ধা জানান, কনসাল জেনারেল জাবেদ আহমেদ, ভাইস কনসাল শামসুল আহসান প্রশাসনিক কর্মকর্তা কাজী নসিবুল ইসলাম, নজরুল ইসলাম, লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানসহ অন্য নেতারা। এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও মিলানে বসবাসরত বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও ইতালিতে বাংলা কমিউনিটি, সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা স্কুল গুলোর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এসময় শিশুদের চিত্রাঅঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |