আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১০
ডেস্কঃ- কেমন হলো মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি? বাদ পড়লো নিবেদিতরা!
যারা বিগত বছর কে বছর দায়িত্ব আঁকড়ে ধরে পদ-পদবীর দোহাই দিয়ে তৃপ্তির ঢেকুর তুললে ও দলের জন্য ন্যুনতম: কোনো ভূমিকা রাখতে পারেনি। এমন কি স্বয়ং দলের প্রাণষ্পন্দন/ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার’র ওপর জেল-জলুম এবং মানসিক নির্যাতন সহ নানাবিধ: জড়-ঝাঁপড়া বয়ে যাওয়ার পর ও সারা বাংলাদেশের মধ্যে সর্বাধিক ব্যর্থ উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দায়িত্বে থাকার নামে অলস ব্যাক্তিরা নিজেদের দলীয় দায়িত্বকে শতো ভাগ ব্যর্থতার কালিমায় আষ্টেপুষ্টে লেপড়ে রেখেছিলো বছরের পর বছর। ৩ মাসের জন্য গঠিত আহবায়ক কমিটি করা হলে ও দির্ঘ ৭ বছর পেরীয়ে যাওয়ার পর যারা দলের জন্য কিছু-ই করতে পারেনি তারা আবার নব গঠিত আহবায়ক কমিটিতে বীরদর্পে যুক্ত হয়ে যাওয়া এক অলৌকিক ব্যাপার-ই বটে! বর্তমান আহবায়ক কমিটিতে যুক্ত হয়ে যাওয়া অতিত সময়ে দায়িত্বে থাকাদের ফাঁকে এমন ও কেউ কেউ পদ পেয়ে গেছেন যারা অতিত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালিন ক্ষমতার দাপড় দেখিয়ে বুক ফুলিয়ে চলে সাধারণ নেতা-কর্মীদের কে এক প্রকার জিম্মি করে ও রেখেছিলো। এ ছাড়া-তারা রাতারাতি ‘আলাদিন’র চেরাগ পাওয়ার মতো লাখো/কোটিপতি ও বনে গিয়েছিলো। অথচ, বিএনপি’র ক্ষমতার সুবাদে যারা লাখো/কোটিপতি বনে গিয়েছে তারা বর্তমান সময়তে বিএনপি’র দুঃসময়ে বিএনপি করি এই কথাটি বলতে ও যেনো লজ্জ্বাবোধ করে। এমন কি নিজের মধ্যে ভয়কে লালিত/ পালিত করে রেখে বিএনপি করিনা এই কথাটি বলতে ও দ্বিধা করেনা তারা! কিন্তু, তাদেরর কে ও বর্তমান আহবায়ক কমিটিতে রাখা হয়েছে। প্রতিবেদনের আলোচ্য বিষয় যদি দায়িত্ববান কোনো নেতার কাছে মিথ্যে বলে মনে হয় তাহলে ব্যাপক আকারে খোঁজ নিয়ে দেখলে আসলটা বেরীয়ে আসবে নিঃসন্দেহে। বিগত সময়ে বিএনপি ক্ষমতায় আসার আগে যারা টাকা-পয়সার অভাবে একটা বিড়ি ফুঁকতে ও কষ্ট হতো বা এক কাপ চা খেতে ও কষ্ট কষ্ট হতো তারা বিএনপি ক্ষমতায় আসার পর কি হয়েছে তা খোঁজ নিয়ে দেখলে আসল পরিচয় বেরীয়ে আসবে তাদের। এ ছাড়া- বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর এবং বর্তমান আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ওই সব ব্যাক্তিদের মধ্যে অনেকেই আছেন যারা কোনো সময় দলীয় কোনো কর্মসূচি পালন করতে পারেনি বা কোনো দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন ও করেনি! আর দলীয় সাধারণ কোনো নেতা-কর্মীকে কোনো ধরণের সহযোগীতা করেছেন এমন কোনো নজির /প্রমান ও নেই। অথচ, তারা-ই এখন নব গঠিত কমিটির পদ-পদবীর আসন অলংকিত করে ফেলেছেন! এর পিছনে কোন্ কালো হাতের ইশারা রয়েছে নাকী মোটা অংকের দান-খয়রাত দেয়া হয়েছে কমিটি গঠনের দায়িত্বে নিয়োজিত থাকা ফকির-মিছকিনদের হাতে ? মীরসরাই উপজেলা বিএনপি’র নিবেদিতদের মধ্যে এমন ও ব্যাক্তি রয়েছেন যারা শুধুমাত্র বিএনপি করার কারনে বর্তমান আ’লীগ সরকারের শাষনামলে হারীয়েছেন ব্যবসা-বানিজ্য, হামলা-মামলায় জর্জরীত, মাসের পর মাস এবং বছরের পর বছর মিথ্যে মামলার আসামী হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার বরণ করে জেল হাজতে কাটিয়েছেন এবং কাটাচ্ছেন ও। এ ছাড়া আরো অনেকেই রয়েছেন যারা হামলা থেকে জীবন বাঁচাতে এবং মামলার আসামী হয়ে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে মাসের পর মাস এবং বছরের পর বছর নিজ বাড়ি-ঘর, পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন তাদের মধ্যে কেউ-ই (প্রায়) নব গঠিত মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে স্থান পায়নি বলে তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী জানান্ দিয়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |