আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৩
ডেস্কঃ-চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে নিহতদের মরদেহ শাহরাস্তি থানায় নেয়ার পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনরা বাধা প্রদান করে। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার দাবি জানায়। এতে রাজি না হওয়ায় মরদেহ নিয়ে যাওয়ার সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে।
প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ ৩ জনের মরদেহ নিয়ে থানায় আসে। ময়নাতদন্ত শেষেই মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়েছি। তারা এখন চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
অপরদিকে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।জনগনের মাঝে আতংক বিরাজ করছে l
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |