আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৫
ডেস্কঃ- ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্রজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সরকারের একজন কর্মকর্তা বিবিসির সাংবাদিক জেমস ওয়াটারহাউজকে এ তথ্য দিয়েছেন। এ ছাড়া রাশিয়ার সেনারা যেসব হামলা চালিয়েছে তার একটি বর্ণনা দিয়েছেন তিনি। সরকারি ওই কর্মকর্তা বলেছেন, আজ খুব সকালে কিয়েভের ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ ছাড়া দেশটির দক্ষিণে ওডেসা’য় সেনা মুভমেন্ট হয়েছে। তারা সীমান্ত অতিক্রম করে খারকিভের ভিতর প্রবেশ করেছে। এই এলাকাটি রাশিয়া সীমান্ত থেকে ইউক্রেনের প্রায় ২৫ কিলোমিটার ভিতরে।
বিবিসির সাংবাদিক বলছেন, প্রত্যক্ষদর্শী এবং সরকারি কর্মকর্তারা যে তথ্য দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে, এই হামলা ব্যাপক আকারে হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়ায় অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি ইউক্রেন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টার ও কিয়েভে সামরিক বাহিনীর সদরদপ্তরে আঘাত করেছে। তবে ইউক্রেনের শহরগুলোতে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, তারা সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা এবং বিমানবাহিনীকে ‘উচ্চ মাত্রায় নির্ভুল অস্ত্র’ দিয়ে টার্গেট করেছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |