আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৯
বিডি দিনকাল ডেস্ক:- দেশ ত্যাগের আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রফিকুল গতকাল সোমবার শবে মেরাজের রাতে কুমিল্লায় সোলেয়মান (২৮) নামের এক মুসল্লিকে মসজিদে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তাঁকে প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করা হয়।
‘কুমিল্লার বুড়িচংয়ে শবে মেরাজের রাতে মসজিদে নামাজরত অবস্থায় সোলেয়মান (২৮) নামের এক যুবককে উপর্যুপরি কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম। তিনি কুয়েতে পালানোর চেষ্টাকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।’
গতকাল সোমবার শবে মেরাজের রাতে সোলেমান (২৮) নামে এক যুবককে বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় একাধিক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ছয়টায় হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লার কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুড়িচং থানায় মো. রফিক এবং মো. সুমনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পরই প্রধান আসামি প্রবাসী রফিক (৩৫) কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন। তিনি বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন।
‘আগে থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এপিবিএন ও পুলিশের গোয়েন্দা দল বাংলাদেশ বিমানের চেক কাউন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
‘কুপিয়ে হত্যাচেষ্টা মামলার দুই নম্বর আসামি মো. সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী। তাঁকেও গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন । যেই কোনো অয়োময় গ্রেফতার হতে পারে ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামিরা ।ব্যাপক নজরদারিতে রয়েছে আসামিরা ।এমন তথ্য জানিয়েছেন বুড়িচং থানার একজন দায়িত্ববান কর্মকর্তা ।।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |