আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৮
বিডি দিনকাল ডেস্ক:- সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের অন্যতম সহযোগী সাদিকুর রহমান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ দুপুরে মালিবাগের সিআইডি কার্যলয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির (ফাইন্যানসিয়াল ক্রাইম)। তিনি বলেন, গত ২রা মার্চ বুধবার রাতে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সাদিকুর রহমান মনিরকে খিলগাঁও থানার তালতলা এলাকার সি ব্লক থেকে আনুমানিক ১০টায় গ্রেপ্তার করা হয়।
ওই আসামি সংসদ সদস্য পাপুল এর ব্যক্তিগত কর্মচারী ছিলেন। তার নামে পরিচালিত রূপালী ব্যাংক রাজারবাগ শাখার হিসাব থেকে মানবপাচারের সর্বমোট ৩৮ কোটি ২২ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা জমা করা হয়। যা পরবর্তীতে পাপুলের নির্দেশে বিভিন্ন তারিখ ও সময়ে আসামি সাদিকুর পাপুল ও তার সহযোগী অন্যান্য আসামিদের এ্যাকাউন্টে প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামি মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই সিআইডি কর্মকর্তা।
এদিকে পাপুলের আপন মেঝো ভাই কাজী মজুরুল আলম দেশেই আত্মগোপনে আছে। সেই সাথে ছোট ভাই কাজী লিটন ও অন্নান্ন ভাইরা বিদেশে পলাতক রয়েছে গ্রেফতারের ভয়ে । এদের সকলের উপর আইশৃঙ্খলা বাহিনীর নজর দারি রয়েছে ।গ্রেফতার হতে পারে যে কোনো সময় ।যাদের সকলের বিরুদ্ধেই বিভিন্ন দপ্তরে অর্থ ও মানব পাচারের অভিযোগ রয়েছে ।এইধরণের অভিযোগে অভিযুক্ত হয়ে শহীদ ইসলাম পাপুল কুয়েতে ৭ বছরের সাজা খাটছেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |