আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৭
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ-জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ইতালিতে হয়ে গেলো কার্নেভালে। কার্নেভাল কে কেন্দ্র করে পুরো ইতালিতে বইছিলো উৎসবের আমেজ
নানা রং ও ঢং এ সেজেগুজে উৎসবে মেতে উঠে ইউরোপের দেশ ইতালি । চারীদিকে বাহারি সাজে সেজে আনন্দ ভাগাভাগি , নাচে গানে মাতোয়ারা চারিদিকে । ২০১৯ সালের পর করোনা ভাইরাসের কারনে অনেকটাই ম্লান হয়ে গিয়েছিলো কার্নেভাল উৎসবের আমাজ। পর্যটক শূন্য ইতালি যেনো মৃত্যু নগরীতে পরিনত হয়েছিলো।
চলতি বছর করোনার প্রকোপ একটু কমে যাওয়ায় ইতালির ভেনিসে ঢল নামে পর্যটকদের । যা কিনা অবাক করার মতো ছিলো। দীর্ঘদিন প্রায় বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান গুলে জমে উঠেছিল ক্রেতাদের আগমনে।
ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে শুরু হওয়া কারনেভাল মাসের শেষে শেষ হলেও মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসব চলতে দেখা যায়।
নানা সাজে ইতালির ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তুলে ধরা হয় এই কার্নেভালে। কার্নেভাল উপলক্ষে ভেনিসের সড়কে গুলোতে সাজানো হয়েছিলো নানান রং এর সাজে। রাতের আলোকসজ্জা অনেকেরিই দৃষ্টি আকর্ষণ করে। তবে স্হানীয় সহ প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভেনিস সহ ইতালির বিভিন্ন শহরে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। প্রান ফিরে পাবে ইতালি। সেই সাথে অর্থনৈতিক অবস্থা সচল হয়ে উঠবে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |