আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৮
বিডি দিনকাল ডেস্ক:- অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই। ক্রিকেটের বাইরেও ব্যক্তিগত নানা কারণে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ওয়ার্ন। তেমনি, সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেট বা খেলাধুলার বাইরেও অন্য অনেক ইস্যু নিয়ে সরব ছিলেন ওয়ার্ন।
সম্প্রতি, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে টুইটারে বেশ কয়েকটি পোস্ট করেছিলেন তিনি। গত ২৬শে ফেব্রুয়ারি নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে তিনি লিখেন, “সারা বিশ্ব ইউক্রেনের জনগণের সাথে রয়েছে কারণ তারা রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা কোন কারণ ছাড়াই অযৌক্তিক আক্রমণের শিকার।
এছাড়া, ব্যালন ডি’অরজয়ী ইউক্রেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রে শেভচেঙ্কোকে নিজের ‘বন্ধু’ সম্বোধন করে শেভচেঙ্কো এবং তার পরিবারের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছিলেন ওয়ার্ন, “আমার ইউক্রেনীয় বন্ধু আন্দ্রে শেভচেঙ্কো এবং তার পরিবারের জন্য অনেক ভালোবাসা।”
উল্লেখ্য, ১৪৫ টেস্ট ম্যাচের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছিলেন শেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসে এখনো দ্বিতীয় সর্বোচ্চ। আর, ১৯৪ ওয়ানডে ম্যাচে ২৯৩ উইকেট নেওয়া ওয়ার্ন ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন।
অন্যদিকে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইউক্রেন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন আন্দ্রে শেভচেঙ্কো।
ফুটবল ক্যারিয়ারে ডাইনামো কিয়েভ, চেলসি, এসি মিলানের মত নামিদামি ক্লাবে খেলেছেন তিনি। ইউক্রেন জাতীয় দলের হয়ে ১১১ ম্যাচ খেলে ৪৮টি গোল করেছেন শেভচেঙ্কো।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |