আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৩
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তার ছোটভাই ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশে বিদেশে সকলের কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকেই ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন ৮৮ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন আবুল মাল আব্দুল মুহিত। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে ১৮ আগস্ট বাসায় ফেরেন।
মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে টানা দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |