আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৪
বিশেষ প্রতিনিধি :- মানব পাচারকারীদের প্রতারণায় সার্বিয়ার রাস্তায় প্রান গেল বাংলাদেশি যুবক বাদলের। গতকাল ৭ মার্চ স্থানীয় সময় রাত ২.৪০ মিনিটে সার্বিয়ার রাস্তায় মৃত্যুবরণ করেন বাদল খন্দকার (পাসপোর্ট BY 0940574) নামের এক বাংলাদেশি।
বাদল মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার নূর মোহাম্মদের ছেলে। সাড়ে ছয় লাখ টাকার বিনিময়ে অসৎ উদ্দেশ্য বাদলকে রিক্রুটিং এজেন্সি মেসার্স নূরজাহান রিক্রুটিং এজেন্সি (আর.এল-১৩৯৪) জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে ২০২১ সালের ১৭ই নভেম্বর সার্বিয়া পাঠায়। চুক্তি ছিলো সার্বিয়াতে কোম্পানির কাজ দিবেন বাদলকে কিন্তু বাদল সেখানে গিয়ে কোন কোম্পানি খুঁজে পায়নি। হতাশায় দিন কাটে বাদলের। স্বজনরা দালাল ও এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা বলেন কোম্পানি করেকদিন আগে বন্ধ হয়ে গেছে আমাদের করার কিছুই নেই এমন সিদ্ধান্ত হতাশ হয়ে কোন উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচার তাগিদে বাদল সার্বিয়া থেকে ইতালির উদ্দেশ্য রওনা দেন কিন্তু তাতেও রক্ষা হলো না বাদলের। এমন অবস্থায় পথেই মৃত্যু হয় বাদলের। মরদেহ দেশে আনার ব্যবস্থা চলছে বলে জানান পরিবার।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |