আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫১
কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্রঃ-সারা বিশ্বের মানুষ যখন করোনার সাথে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তার সাথে একটু মানসিক স্বস্থি এনে দিয়েছে মোটর সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের এই আয়োজন, যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির ওয়ারেন অ্যাথলেটিক ক্লাবের ব্যাডমিন্টন কোর্টে। গত রোববার অনুষ্ঠিত হলো মোটর সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
সকাল ১০ টা থেকে রাত ৪টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয় একই দিনে অনুষ্ঠিত হয় ফাইনাল সহ বিভিন্ন রাউন্ডের খেলা গুলো, কানাডা, নিউইর্য়ক, মিশিগান সহ বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন সর্বমোট ৪০ টি দল অংশ নেয়।
ডিভিশন “এ” তে চ্যাম্পিয়ন হোন মংগল এবং আলম, রানার আপ হোন জাকারিয়া এবং খালেদ ৩য় স্থানে ছিলেন ফুয়াদ এবং সাহিনুর।ডিভিশন “বি” তে চ্যাম্পিয়ন হোন
মাসুম এবং রেজোয়ান, রানার আপ হোন আলাল এবং সজিব, ৩য় স্থানে ছিলেন সায়েল এবং মখছুদ।
বিজয়ী চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে সংশ্লিষ্ট আয়োজকদের পক্ষ থেকে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন টুর্নামেন্টের পার্টনার স্পন্সর নাছির সবুজ ও আয়োজক কমিটি । এদিকে আয়োজক কমিটি জানান এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে প্রতিবছর আয়োজন করা হবে। টুর্নামেন্ট আয়োজক কমিটিতে ছিলেন সায়েল, মকসুদ, রুবেল, সিপন, অপু, দেলোয়ার, নাবিল, তায়েফ এবং জুয়েল। মোটর সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ছিলেন মাসুম রিয়েল এস্টেট গ্রুপ এবং টিম নাছির সবুজ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |