আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৭
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ -সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, সেই মানুষের সেবা করে মরে যেতে চাই, দীর্ঘ সময় ২৬, কুড়িগ্রাম-২ আসনে সরকার দলীয় এমপি না থাকায় কুড়িগ্রামবাসী উন্নয়ন বঞ্চিত হয়েছেন। কুড়িগ্রামবাসীর কপালে আজ মঙ্গা নামের তিলক চিহ্ন পড়েছে। এই মঙ্গার তিলক চিহ্ন ঘোচাতে চাই। কুড়িগ্রামকে উন্নয়নে সমৃদ্ধ করতে চাই। এ জন্য সবার সমর্থন প্রয়োজন। আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়ে মনোনয়ন দিলে ২৬, কুড়িগ্রাম-২ আসনের আগামী সংসদ নির্বাচনে জনতার বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রে কণ্ঠে অনুপ্রাণিত হয়ে সেদিন ঝাপিয়ে পড়েছিল এদেশের বীর বাঙালী আপামর জনতা। এদেশের নিরস্ত জনগণ সেদিন পাক হায়নাদের পরাজিত করে আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে।
ঠিক তেমনি ভাবে জাতির পিতার কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ আছে। এ কারণেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ৬ দফা দাবি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। উপরোক্ত কথাগুলো গত ১১ মার্চ’২২ইং শুক্রবার রাতে আমিন বাজারস্থ নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীর সাথে মতবিনিময়কালে চলচ্চিত্র পরিচালক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান বলেন। এ সময় ২৬, কুড়িগ্রাম-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান আরো বলেন- কুড়িগ্রামের মানুষ আজ অসহায়। ব্যাপক কর্ম সংস্থানের অভাব থাকায় কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে দরিদ্রতম জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। চরম দারিদ্রতার কারণেই কুড়িগ্রামে মঙ্গা নামের দুর্যোগ প্রতিনিয়তই দেখা দিচ্ছে। যে সকল জনপ্রতিনিধি বন্যা, খরা, মঙ্গায় নাই আমাদের ওই সকল জনপ্রতিনিধিদের প্রয়োজন নাই। নতুন যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এবং সরকার দলীয় এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। আর এ জন্য আপামর জনতার সার্বিক সহযোগিতা প্রয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার সহযোগিতায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |