আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৫
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারি পরোয়ানা ও মাদক সংক্রান্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার দিঘীরপাড় গ্রামের আব্বাছ আলীর ছেলে রুবেল হোসেন (২৭), দবির উদ্দিনের ছেলে এমদাদুল হক (৩৯), ময়েজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৫১) ও মহাদিঘী গ্রামের হালিম প্রামাণিকের ছেলে রতন প্রাংকে (৩২) গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। একই সময় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেফতার করা হয় রাণীনগর উপজেরার বিজয়কান্দিবড়বড়িয়া গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৭), আত্রাই উপজেলার জগদিশপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ফরিদ হোসেন (৪৩), রসুলপুর আদর্শগ্রামের রুবেল সরদারকে (৩৭)।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং গতকাল রোববার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |