আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৬
বিডি দিনকাল ডেস্ক:- অমিত সাহস নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো রাশিয়ান সাংবাদিক মেরিনা ওভসিয়ানিকোভাকে জরিমানা করে মুক্তি দেয়া হয়েছে। তিনি বলেছেন, তাকে ওই অপরাধে আটক করে ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘুমাতে দেয়া হয়নি দুই দিন। এমনকি তাকে আইনগত সহায়তা দেয়া হয়নি। জরিমানা করা হয়েছে ৩০ হাজার রুবল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মেরিনা ওভসিয়ানিকোভার অপরাধ তিনি সোমবার রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেল-১ এর সরাসরি খবর প্রচারের সময় ‘নো ওয়ার’ লেখা ব্যানার প্রদর্শন করে সম্প্রচারে বিঘ্ন ঘটান।আহ্বান জানান যুদ্ধ বন্ধের।
রাশিয়ার জনগণকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। বলেন, শুধু তাদেরই আছে এই ‘উন্মত্ততা’ বন্ধের ক্ষমতা। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, কোনো কিছুতেই ভয় পাবেন না। এ জন্য তারা (রাষ্ট্র) আমাদের সবাইকে জেলে ঢুকাতে পারবে না। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সেখান থেকে মঙ্গলবার আদালতে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে অনুমোদনহীন একটি পাবলিক ইভেন্ট আয়োজনের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ অভিযোগ প্রত্যাখ্যান করেন মেরিনা ওভসিয়ানিকোভা। সরাসরি সম্প্রচারের সময় বিক্ষোভের জন্য তার বিরুদ্ধে আলাদা কোনো অভিযোগ আনা হবে কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অধিক সিরিয়াস, নতুন ফৌজদারি আইনের অধীনে তাকে বিচার করা হবে। এই আইনে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে আগ্রাসন বলা এবং যুদ্ধ নিয়ে ‘ফেক নিউজ’ প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
আদালতে শুনানির পর মিস মেরিনা ওভসিয়ানিকোভা সাংবাদিকদের বলেছেন, তাকে দু’দিন ঘুমাতে দেয়া হয়নি। তার বিশ্রাম প্রয়োজন। তিনি আরও বলেন, আমাকে কমপক্ষে ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয়া হয়নি। এমনকি একজন আইনজীবী পেতে দেয়া হয়নি আমাকে। তিনি এ সময় জানান, একান্তই নিজে থেকে ওই প্রতিবাদের ধারণা এসেছিল তার মধ্যে। তার ভাষায়- এটা ছিল আমার যুদ্ধবিরোধী সিদ্ধান্ত। নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, এই আগ্রাসন শুরু পছন্দ করছিলাম না। এই আগ্রাসন বাস্তবেই ভয়াবহ। আইনজীবীরা অনেক ঘন্টা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাকে আটক করে কোথায় রাখা হয় তা ছিল অজানা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, আদালতে আইনজীবী অ্যান্টন গ্যাশিনস্কির সঙ্গে তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |