আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১১
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর বিমানবন্দর গোলচত্বর থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ রানা খান। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট।
গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) বেলা ০৩:৩০ টায় বিমানবন্দর গোলচত্বরের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রীজের নিচ থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম।
ইয়াবা উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহা. আসলাম উদ্দিন মোল্লা গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন এএসআই মো: মিকাঈল মোল্লা সংবাদ পান যে, বিমানবন্দর গোলচত্বরে একজন ইয়াবাসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা নামের ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬৫০ পিস ইয়াবা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে এর আগে গত ১৬মার্চ বুধবার সন্ধ্যা ৭:৪৫ টায় বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ নাজমুল ও সুলতানকে গ্রেফতার করে থানার অন্য একটি টিম।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |