- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় সাংবাদিককে ট্রাক চাপায় হত্যার হুমকী, থানায় অভিযোগ
আশুলিয়ায় সাংবাদিককে ট্রাক চাপায় হত্যার হুমকী, থানায় অভিযোগ
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২০ ৯:১৬ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ায় সাংবাদিক নজরুল ইসলাম মানিককে ট্রাকচাপায় হত্যার হুমকি দিয়েছে ট্রাক ড্রাইভার ফরহাদ হোসেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল রিপোর্টার নজরুল ইসলাম মানিক সোমবার রাতে নিজ বাড়িতে যাওয়ার পথে কাইচাবাড়ি বাতানটেক তিন রাস্তার মোড় থেকে অনুমান ১ শ, গজ সামনে রাত্র অনুমান সাড়ে ১০টায় বাশবাগানে নিকট পৌছলে ট্রাক চালক ফরহাদ হোসেন ও তার ৪/৫ জন অজ্ঞাত লোক আমার মটর সাইকেলের গতিরোধ করে।তুই বলে আমার থেকে টাকা আদায় করবি। আর কোনদিন টাকা চাইলে তুরমতো সাংবাদিককে ট্রাক চাপা দিয়া জন্মেরমত শিক্ষা দিয়া দিমু। এসময় মানিক এহেন কর্মকান্ডের প্রতিবাদ করলে তারা মারমুখির চেষ্টা করলে মানিক ডাকচিতকার করলে দ্রুত পালিয়ে যায় ফরহাদ ও তার সহযোগীরা। এ ঘটনাটি আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকদের সাথে আলোচনা করে এবং তাদের পরামর্শে আজ আশুলিয়া থানায় একটি অভিযোগ করে।
Please follow and like us:
20 20