আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৫
এম, এ কাশেম চট্টগ্রাম ঃ মালয়েশিয়া পাচারের সময় গভীর সমুদ্র থেকে ট্রলার সহ মানব পাচারকারী চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে কক্সবাজারে র্যাব-১৫ সদস্যরা।
তারা হলো কুমিল্লার সোহেল ও কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের মুছা কলিমুল্লাহ। এ সময় ৩৫ জন নারী-শিশু ও ২৩ জন পুরুষ সহ মোট ৫৮ জনকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজরের উখিয়া উপজেলার জালিয়া পালং ঝাউবন এলাকার বঙ্গোপসাগরের উপকূল থেকে তাদের উদ্ধার করে র্যাব।
ওই দিন বিকেল ৪টার সময় সংবাদ সম্মেলনে এ সব বিষয় নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক লেপটেন্যান্ট কর্ণেল খাইরুল ইসলাম সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দু’জন সক্রিয় দালাল চক্রের সদস্য। অন্যরা সবাই ক্যাম্পে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তঢ়্যুত মিয়ানমার নাগরিক। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি ও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, “মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে জন প্রতি ১০ হাজার টাকা দিয়ে তারা ছোট নৌকা করে মালয়েশিয়াগামী বড় ট্রলারে যাচ্ছিলেন। এরপর সময়-সুযোগ করে দ্রæদ্র্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিলো আটক রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ও জানান তিনি।
সূত্র জানায়, মালয়েশিয়ায় থাকা গুটি কতেক বাংলাদেশী নাগরিক এ মানব পাচার ব্যবসার সাথে জড়িত রয়েছে। খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে-ই কেবল মানব পাচার রোধ করা সম্ভব বলে অনেকে-ই মনে করেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |