আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫৬
এম, এ কাশেম চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে লিফটে তিন যাত্রী আটকে পড়ায় ঢাকাগামী আন্তর্জাতিক রুটের একটি ফ্লাইট ও আটকে ছিলো অনেক্ষন।
পরে নির্ধারিত সময়ের প্রায় ত্রিশ মিনিট পর বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যায়। তিন জনের জন্য ফ্লাইটের আর ও ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বিমানবন্দরের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জের লিফটে তিন যাত্রী আটকা পড়েন।
বাংলাদেশ বিমানের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-৪১৫৬) সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম আসে। চট্টগ্রাম থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার শিডিউল ছিলো ফ্লাইটটির। এর মধ্যে আবার ২৬ জন মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের যাত্রী ছিলো। ফ্লাইটটি দুপুর দেড়টায় চট্টগ্রাম ছাড়ার কথা ছিলো। কিন্তু দুর্ঘটনার কারণে আধা ঘণ্টা আটকে থেকে দুপুর ২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।
জানতে চাইলে বিমানবন্দরে দায়িত্বরত: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের দোতলায় অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য এমটিবি লাউঞ্জ আছে। সেখানে যাত্রীরা অপেক্ষা করছিলেন। ফ্লাইট রানওয়েতে এসে যাত্রীদের ওঠার ঘোষণা দেয়ার পর তিন যাত্রী লিফটে করে নিচে নামছিলেন সেখানে যাওয়ার জন্য। যান্ত্রিক ত্রæটির কারণে সেটি পাঁচ মিনিটের মতো আটকে ছিলো। এরপর আমরা তাদের বের করে ফ্লাইটে তুলে দেযা হয।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |