আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫১
বিডি দিনকাল ডেস্ক:- কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানী দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)। নিহত তিনজন সপরিবার কাতারে বসবাস করতেন।
জানা গেছে, চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বের হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দু’জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান।
নিহতদের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তারা এই দুর্ঘটনার বিষয়ে খোঁজ খবর রাখছেন ।সেই সাথে তিন ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করে দূতাবাস । শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দূতাবাস ।।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |