আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫৫
রুহুল আমিন(আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখ মোটরসাইকেল দিয়ে রুদ্ধ থাকায় যাত্রীদের স্টেশনে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সকাল থেকে রাত প্রায় ৯ টা পর্যন্ত প্লাটফরমের একমাত্র প্রবেশপথে এভাবে এলোপাথারি মোটরসাইকেলের কারনে অনেক ট্রেন যাত্রী দুর্ঘটনারও শিকার হন।
নওগাঁ জেলার মধ্যে একমাত্র উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগরসহ ৮ জোড়া ট্রেনের স্টপেজ রয়েছে। ফলে এ স্টেশন থেকে এসব ট্রেনে প্রতিদিন শত শত যাত্রী দেশের বিভন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এ সকল যাত্রীদের ট্রেনে উঠা নামার জন্য প্লাটফরমে যাবার একমাত্র রাস্তাটি প্রতিনিয়ত মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন দিয়ে রুদ্ধ হয়ে থাকে। এদিকে আত্রাই রেলওয়ে প্লাটফরমের পশ্চিম দিক দিয়ে রয়েছে রেললাইন। রেললাইনের পশ্চিম দিয়ে রয়েছে বিভিন্ন দোকানপাট। ওই দেকানের পশ্চিম দিয়ে রয়েছে সাধারণ জনগণের চলাচলের রাস্তা। এ রাস্তা থেকে প্লাটফরমে প্রবেশের জন্য রয়েছে সরু একটি গলি। গলির পরেই প্লাটফরমে প্রবেশ করতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হতে হয় ট্রেন যাত্রীদের। যাত্রীদের সেবার প্রতি স্টেশন কর্তৃপক্ষের কোন দৃষ্টি না থাকায় তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ দিকে রেললাইনের পশ্চিম দিক দিয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়ক। স্টেশন সংলগ্ন স্থানে মহাসড়কের নিচে পরিত্যক্ত রয়েছে বিশাল সরকারি জায়গা। এ জায়গাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যানবাহনের গ্যারেজ নির্মাণ করা হলে এ দুর্ভোগ দূর হবে বলে অভিজ্ঞ মহলের অভিমত। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, এখানে মোটরসাইকেলসহ যে কোন প্রকার যানবাহন না রাখতে একাধিকবার মৌখিখভাবে বলা হলেও তা মানা হয় না। যেহেতু এ স্টেশনে রেলওয়ে নিরাপত্তাবাহিনী নেই এবং জনবল সংকট রয়েছে তাই কার্যকর কোন পদক্ষেপ আমরা গ্রহন করতে পারছি না।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |