আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৭
এম, এ কাশেম চট্টগ্রাম : বর্তমান সময়তে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র উদ্ধৃতি দিয়ে বিএনপি’র হাই কমান্ডের নেতারা যে ভাবে সোরগোল করে বলে যাচ্ছে-‘নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিলে সে নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে এবং পর নির্বাচিত হয়ে সকল দলকে নিয়ে সরকার গঠন করবে। তা নিঃসন্দেহে প্রশংসনিয় একটা উদ্যোগ। এমন কি ওই ধোষণা নিশ্চয়-ই অতি আনন্দদায়ক এবং মাইল ফলক’র মতো ও কাজ করবে বলে মনে করছেন অভিজ্ঞজনরা। তবে, কথা হচ্ছে-প্রবাধ বাক্য মতে-‘ঘরের শত্রæ বিভিষণ’ বাইরে যতো-ই আপন থাকুক না কেনো এবং সবার কাছে নিরাপদ হলে ও কিন্তু যার ঘরে শত্রæ আছে সে কখনো নিরাপদ নয়। তদ্রæপ বিএনপি’র বেলায় ও তা ধরে নেয়া যেতে পারে। দেশ-বিদেশে বিএনপি’র আপন বলতে সিমাহীন, যথেষ্ট জনপ্রিয়তার এ দলটির অভ্যন্তরে রয়েছে ঘামটি মেরে থাকা ‘ঘরের শত্রæ বিভিষণ’র মতো গুটি কতেক শত্রæ। যারা দলটিকে একেবারে-ই অগ্রগামীতার দিকে ধাবিত করতে দিচ্ছেনা! সারাদেশে দলটির মধ্যে যে গ্রæপিয় নেতারা দলটিকে বিপর্যস্তের দিকে ধাবিয়ে নিচ্ছে তা কম-বেশী সবাই-ই স্বীকার করতে বাধ্য। প্রতিবেদক এর এ লিখনির উদ্দেশ্য সম্বলিত সারা দেশের কথা বাদ দিয়ে নিজ এলাকা জাতীয় সংসদের চট্টগ্রাম ১ মীরসরাই আসনটির বর্তমান বিএনপি’র রাজনীতি সম্পর্কে কিছু বলার বাসনা নিয়ে-ই এ লেখার সূত্রপাত: ঘটানোর চেষ্টা মাত্র। দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম’র প্রবেশ্বধার মীরসরাই (উত্তর শেষ প্রান্ত) উপজেলা বিএনপি’তে গ্রæপিং দলটির সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে-ই চলে আসছে। তবে, বর্তমান সময়ের মতো এতো নোংরামীপূর্নতায় নয়। যাই হোক্ অতিতের কথা বাদ দিয়ে বর্তমানের কথা-ই বলা শোভনীয়। গ্রæপিং-দ্বন্দে মীরসরাই বিএনপি যখন রাজনীতির মাঠে দুর্বল তখন আশানিয়া একটি আহবায়ক কমিটি গঠন করা হলো। কম-বেশী দলের সবাই মনে করেছিলো এবার হয়তো বা দলটির গ্রæপিং কিছুটা হলে ও কমবে। আর এতে করে দলটি রাজনীতি যেমন প্রাণ ফিরে পাবে ঠিক্ তেমনি ভাবে দলের র্তৃণমূল পর্যায়ের অগনিত সাধারণ নেতা-কর্মী আশাতিত হয়ে প্রাণ সঞ্চারের দিকে অগ্রসর হতে গিয়ে রিতিমতো হোঁচট খাওয়ার মতো অবস্থার সম্মুখিন হতে হলো! আহবায়ক কমিটির মাস পেরীয়ে গেলে ও কিন্তু গ্রæপিং-দ্বন্দ মিট করানোর ব্যাপারে তাদের ভূমিকা কি তা দলের কোনো নেতা-কর্মী কি আদ্য দেখতে পেরেছে ? প্রায় সবাই এক বাক্যে বলতে বাধ্য হয়ে বলবেন যে, নিশ্চয়-ই না। যার প্রমান হিসেবে অন্যান্য দিনগুলোর কথা বাদ দিলে ও অতি স¤প্রতি চট্টগ্রাম পলোগ্রাউন্ড এর সমাবেশে মীরসরাই বিএনপি সম্পর্কে সাধারণরা কি দেখতে পেয়েছে? সমাবেশে মীরসরাই বিএনপি’র পক্ষ থেকে গ্রæপিয় নেতাদের নের্তৃত্বাধিন সাধারণ নেতা-কর্মীরা আলাদা আলাদা ভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করতে দেখা গেছে! তাহলে বলতে বাধা নেই যে, মীরসরাই বিএনপি’র রাজনীতিতে এখনো গ্রæপিং-দ্বন্দ জিইয়ে রাখা হয়েছে !! অপর দিকে মুক্তিযোদ্ধা দও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দাবিদার এবং মীরসরাই বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম ইউসুফ ও অন্য ভাবে গ্রæপিয় নেতা হিসেবে এশটি গ্রæপের নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন! তিনি চট্টগ্রামের ওই সমাবেশে আলাদা ভাবে তার পক্ষিয় গুটি কতেক নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগদান করেছে বলে জানা গেছে এখন প্রশ্ন জাগাটা-ই স্বাভাবীক যে, যদি তা-ই হয়ে থাকে তাহলে মীরসরাই বিএনপি’র নতুন আহবায়ক কমিটি কেনো গঠন করা হলো ? হিসেব মতে-বর্তমান মীরসরাই বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধূরী নিজে ও বা যদি ও একটি গ্রæপের নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন তথাপি তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নুরুল আমিন এর অনুসারি। অপর দিকে সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন হচ্ছেন-উত্তর জেলা বিএনপি’র আরেক সদস্য নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারি। বাকীদের বেলায় ও ঠিক্ অনুরুপ। তথাপি কেনো এখনো গ্রæপিং জিইয়ে রইলো বা রাখা হলো এমন বিশাল প্রশ্নটি বিএনপি’র নিবেদিত প্রাণ হাজারো নেতা-কর্মীর। এ প্রশ্নের যবনিকাপাত: ঘটাতে করনিয় কি থাকতে পারে তা দলটির শীর্ষ পর্যায়ের নের্তৃবৃন্দ ভেবে দেখবেন বলে ও মনে করেন দল পাগল সাধারণ নেতা-কর্মীরা।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |