আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৮
সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া শ্রীপুর হাসান কলোনী এলাকায় একজন ভবন মালিক ভবন নির্মানের মুলনিতি উপেক্ষা করায় পাশের ভবন মালিক আশুলিয়া থানায় অভিযোগ করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনী এলাকায় ভবন মালিক লতিফুর রহমান ও জলিল পাশাপাশি ভবন মালিক। এক প্লটের ভবন মালিক লতিফুর রহমান রাস্তা বাদে ভবন নির্মানের মুলনিতি অনুযায়ী ভবনের তিন পার্শে ২ ফুট করে জমি ছেড়ে ভবন নির্মান করেছেন। উভয়ই ভবন নির্মানের পুর্বে স্থানীয়দের নিয়ে আলোচনা করে যার যার প্লটে ভবন নির্মানের সময় প্রাকৃতিক দুর্যোগ ও জননিরাপত্তার জন্য তিন পার্শে ২ ফুট করে জমি ছেড়ে ভবন নির্মান করবে। বর্তমানে ভবন মালিক জলিল সকল মুলনিতি ও উভয় পক্ষের অঙ্গিকার ভঙ্গ করে ভবন নির্মান অব্যাহত রেখেছেন। লতিফুর রহমান এই বিষয়টি বার বার অবগত করার পরও জলিল মিয়া কোন কর্নপাত করেননি এমননি স্থানীয়দের অনুরোধও রাখেননি। এ ঘটনায় লতিফুর রহমান বাদি হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ করেন। যার জিডি নং- ২৪০০ তারিখ ২৫/০৩/২২ ইং । অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ গঠনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরির্শক মামুন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরোও বলেন যেহেতু ভবন নির্মানের কাজ অব্যাহত রয়েছে সেহেতু আমি আদালতের অনুমোতি ছাড়া কাজ বন্ধ করতে পারিনা তাই জিডি তদন্ত করার অনুমোতি চেয়ে আদালতে আবেদন করেছি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |